এতো কাছে এসেছিলে এতো সুদূর
যোজন যোজন দূরত্বও; নয় সে সুদূর।
কেন তুমি এসেছিলে এই শহরে?
শহরজুড়ে তোমার থাকা; নয় সে সুদূর।
রাস্তা থেকে রাস্তা পাড়ি রাস্তা সারি,
সব দিগন্ত এক দিগন্ত; নয় সে সুদূর।
হঠাৎ পাখি আঁখি মেলে, তবু বাকি
তোমার দেখা, একা থাকি; নয় সে সুদূর।
ঘুরতে ঘুরতে উড়তে উড়তে উড়ালপাখি
নীড়ের পাশে ফিরলো নীড়ে; নয় সে সুদূর।
একটি পালক উড়তে উড়তে ঘুরতে ঘুরতে
পড়লো ঝরে যখন বুকে; নয় সে সুদূর।
পালকটাকে বুকে নিয়ে সুখী বালক
মনের ভিতর মনের উঁকি; নয় সে সুদূর।
চিরবালক তাকিয়ে আছি তাকিয়ে থাকি,
মনের সুখে মন বুনেছি; নয় সে সুদূর।
যোজন যোজন দূরত্বও; নয় সে সুদূর।
কেন তুমি এসেছিলে এই শহরে?
শহরজুড়ে তোমার থাকা; নয় সে সুদূর।
রাস্তা থেকে রাস্তা পাড়ি রাস্তা সারি,
সব দিগন্ত এক দিগন্ত; নয় সে সুদূর।
হঠাৎ পাখি আঁখি মেলে, তবু বাকি
তোমার দেখা, একা থাকি; নয় সে সুদূর।
ঘুরতে ঘুরতে উড়তে উড়তে উড়ালপাখি
নীড়ের পাশে ফিরলো নীড়ে; নয় সে সুদূর।
একটি পালক উড়তে উড়তে ঘুরতে ঘুরতে
পড়লো ঝরে যখন বুকে; নয় সে সুদূর।
পালকটাকে বুকে নিয়ে সুখী বালক
মনের ভিতর মনের উঁকি; নয় সে সুদূর।
চিরবালক তাকিয়ে আছি তাকিয়ে থাকি,
মনের সুখে মন বুনেছি; নয় সে সুদূর।
বিষয় : কালের খেয়া
মন্তব্য করুন