- কালের খেয়া
- আপন দর্পণ
আপন দর্পণ

জন্ম :১৩ জানুয়ারি, ১৯৫৩
- ব্যক্তিগত জীবনে কোন বিশেষ ঘটনা বা মানুষ আপনাকে প্রভাবিত করে?
-- আমি যে ধরনের লেখালেখি করি অর্থাৎ আমার লালন চর্চায় আসার পেছনে অধ্যাপক মোহাম্মদ মনসুর আহমেদের সাহচর্য আর বসন্ত কুমার পালের দিকনির্দেশনা অনুপ্রাণিত করেছে।
- শৈশব-কৈশোরের বন্ধুদের সঙ্গে আপনার যোগাযোগ আছে কি?
-- ছোটবেলা থেকেই সমবয়সীদের চেয়ে বড়দের সঙ্গেই আমার সখ্য ছিল বেশি। তাদের সঙ্গে চলাফেরাটাও ছিল অন্যরকম। যারা বেঁচে আছেন তাদের অনেকের সঙ্গেই যোগযোগ আছে।
- এখন আপনারা বন্ধু কারা?
-- আমার অসম বয়সী বন্ধুত্ব গড়ার এ যাত্রা এখনও অটুট। যেমন শিল্পী কাইয়ূম চৌধুরী, মুর্তজা বশীর, ড. শামসুজ্জামান খান প্রমুখের সঙ্গে আমার সুন্দর একটা সম্পর্ক রয়েছে।
- কোন বই আপনি বারবার পড়েন?
-- 'শেষের কবিতা', 'পথের পাঁচালী', 'পদ্মা নদীর মাঝি' আর সৈয়দ মুজতবা আলীর 'শবনম'-এর কথা বলতে হয়। তলস্তয়ের 'আওয়ার অ্যান্ড পিস' বহুবার পড়েছি।
- কোন লেখকের লেখায় আপনি ঈর্ষাবোধ করেন?
-- বিনয় ঘোষের 'পশ্চিমবঙ্গের সংস্কৃতি'র মতো বাংলাদেশের সংস্কৃতি নিয়ে একটি কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। এ ছাড়া ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও বিনয় ঘোষের বাংলা সাময়িকপত্র নিয়ে করা কাজের প্রতি আমার ঈর্ষা হয়।
- আপনার প্রিয় সঙ্গীতশিল্পী কারা?
-- ১৯২০ সালে তৎকালীন গ্রামোফোন কোম্পানির প্রথম দিককার শিল্পী গহর জঙের গান আমার ভালো লাগে।
এ ছাড়া কে মল্লিক, সুবীরলাল চক্রবর্তী, শচীন দেব বর্মণ, যুথিকা রায়, জগন্ময় মিত্র আর আব্বাসউদ্দীন আমার প্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম।
-- আমি যে ধরনের লেখালেখি করি অর্থাৎ আমার লালন চর্চায় আসার পেছনে অধ্যাপক মোহাম্মদ মনসুর আহমেদের সাহচর্য আর বসন্ত কুমার পালের দিকনির্দেশনা অনুপ্রাণিত করেছে।
- শৈশব-কৈশোরের বন্ধুদের সঙ্গে আপনার যোগাযোগ আছে কি?
-- ছোটবেলা থেকেই সমবয়সীদের চেয়ে বড়দের সঙ্গেই আমার সখ্য ছিল বেশি। তাদের সঙ্গে চলাফেরাটাও ছিল অন্যরকম। যারা বেঁচে আছেন তাদের অনেকের সঙ্গেই যোগযোগ আছে।
- এখন আপনারা বন্ধু কারা?
-- আমার অসম বয়সী বন্ধুত্ব গড়ার এ যাত্রা এখনও অটুট। যেমন শিল্পী কাইয়ূম চৌধুরী, মুর্তজা বশীর, ড. শামসুজ্জামান খান প্রমুখের সঙ্গে আমার সুন্দর একটা সম্পর্ক রয়েছে।
- কোন বই আপনি বারবার পড়েন?
-- 'শেষের কবিতা', 'পথের পাঁচালী', 'পদ্মা নদীর মাঝি' আর সৈয়দ মুজতবা আলীর 'শবনম'-এর কথা বলতে হয়। তলস্তয়ের 'আওয়ার অ্যান্ড পিস' বহুবার পড়েছি।
- কোন লেখকের লেখায় আপনি ঈর্ষাবোধ করেন?
-- বিনয় ঘোষের 'পশ্চিমবঙ্গের সংস্কৃতি'র মতো বাংলাদেশের সংস্কৃতি নিয়ে একটি কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। এ ছাড়া ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও বিনয় ঘোষের বাংলা সাময়িকপত্র নিয়ে করা কাজের প্রতি আমার ঈর্ষা হয়।
- আপনার প্রিয় সঙ্গীতশিল্পী কারা?
-- ১৯২০ সালে তৎকালীন গ্রামোফোন কোম্পানির প্রথম দিককার শিল্পী গহর জঙের গান আমার ভালো লাগে।
এ ছাড়া কে মল্লিক, সুবীরলাল চক্রবর্তী, শচীন দেব বর্মণ, যুথিকা রায়, জগন্ময় মিত্র আর আব্বাসউদ্দীন আমার প্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম।
বিষয় : কালের খেয়া
মন্তব্য করুন