-আত্মপ্রকাশ লগ্নে কোনো প্রতিবন্ধকতার কথা মনে পড়ে?
--আমার বাবা খুব রক্ষণশীল মানুষ। তিনি চাইতেন না নাটকের সঙ্গে আমি যুক্ত হই। তিনি ভাবতেন, এতে আমার লেখাপড়া নষ্ট হয়ে যাবে এবং সেটা হয়েছেও। আজকে নাটককে একটা পেশা হিসেবে নেওয়া যায় এবং সম্মানজনক পেশা। এটা তখন ছিল না।
-কোন বই আপনি বারবার পড়েন?
--রবীন্দ্রনাথের যে কোনো বই। এ ছাড়া শেক্সপিয়রের 'ম্যাকবেথ'। বঙ্কিমচন্দ্র, মানিকের উপন্যাসও বারবার পড়ি।
-ব্যক্তিগত জীবনের কোনো সীমাবদ্ধতা আপনাকে কষ্ট দেয়?
-- ভাষার সীমাবদ্ধতা। ইংরেজি কিংবা বাংলা ভাষার বই আমি পড়তে পারি। কিন্তু স্প্যানিশ বা জার্মান ভাষা এগুলো তো আমি জানি না।
-নিজের সম্পর্কে বেশি শোনা অভিযোগ কোনটি?
--অনেকেই মনে করে, আমি বোধহয় স্বাস্থ্যসচেতন নই। কিন্তু আমি সবসময় স্বাস্থ্যসচেতন।
-নিজের সম্পর্কে প্রিয়জনের কাছ থেকে বেশি শোনা প্রশংসা বাক্য কোনটি?
--আমার সারল্য।
-আপনার প্রিয় উদ্ধৃতি কোনটি?
--নিকোলাই দস্তয়ভস্কির 'ইস্পাত' উপন্যাসের একটা উদ্ধৃতি আমার খুব প্রিয়। মানুষ জীবন পায় শুধু একবারই বাঁচার জন্য। কাজেই তাকে এমনভাবে কাজ করে যেতে হবে, যাতে জীবনের শেষ প্রান্তে এসে মনে না হয় যে, জীবনের সর্বশ্রেষ্ঠ সময় আমি নষ্ট করেছি আলস্য করে। এটা তার মনে হতে হবে যে, আমি জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়েছি মানুষের মহত্তম কল্যাণের জন্য।