- কালের খেয়া
- অবচেতন
অবচেতন

মনোবিজ্ঞানে মানুষের মনোজগৎকে তিনটি স্তরে ভাগ করা হয়ে থাকে- চেতন, অবচেতন ও অচেতন। আমাদের বর্তমান পরিসরে না থাকা চেতনারই নাম- অবচেতন। অবচেতন মানব চেতনারই একটি পর্যায়। চেতন মনে জাগ্রত অবস্থায় মানুষ তার পারিপার্শ্বিক জগতের সাথে সংযোগ রাখে। অবচেতন মনে সংযোগ রাখে অন্তর্জগতের সাথে; অর্থাৎ অতীত স্মৃতি ও জৈবিক প্রয়োজনসমূহের সাথে। এমনকি সচেতন মনের চেয়ে অনেক বেশি শক্তিশালী এই অবচেতন। অবচেতনে মানুষের পূর্বের সকল অভিজ্ঞতা, মূল্যবোধ, জ্ঞান, আবেগ, বিশ্বাস ও দক্ষতা জমা হয়ে থাকে। কখনও কখনও এমন হয় যে, মানুষ নতুন যা করতে যায়, তা অতীত অভিজ্ঞতার সাথে সাংঘর্ষিক হয়ে উঠলে, বেঁকে বসে অবচেতন। আবার অবচেতনে এমন কিছুও ঘটে, যা বর্তমান বাস্তবতার আড়ালে নীরবে প্রেরণা জুগিয়ে চলে।
প্রচ্ছদে বিস্তারিত...
সূচিপত্র
প্রচ্ছদ
জবাই করা মেষ
মূল: রোয়াল্ড ডাল
অনুবাদ: ফারুক মঈনউদ্দীন -৪-৬
জামশেদের দরবারে আজ সিংহ চরে আর সরীসৃপ
সাগুফতা শারমীন তানিয়া -৭-৯
গল্প
ইস্রাফিলের ফুঁক
তানজীনা ইয়াসমিন চৌধুরী -১০-১১
ধারাবাহিক গল্প
বাবলু ভাই মরবে কবে
মঈনুল আহসান সাবের -১২-১৩
ধারাবাহিক: তুমুল গাঢ় সমাচার
বঙ্গবন্ধুর গণতান্ত্রিক সমাজতন্ত্র
বাহাত্তরের সংবিধান ও সমতামুখী সমাজের আকাঙ্ক্ষা
বিনায়ক সেন -১৪-১৫
মন্তব্য করুন