আমি তাকে ছাড়ি সে আমাকে ধরে রাখে,
সব ঋতুতেই বসন্ত-বৈশাখে।
ফিরিয়ে নেবে সে নদী গাছ মাটি আর
হৃদয়ের যত অতৃপ্ত অঙ্গার।
চিহ্নবিহীন চলে যেতে হবে একা
অপরূপ যত মুখচ্ছবির দেখা-
মিলবে না আর, ডিভাইন কমেদিয়া-
কাঁদবে সেলফে- সুন্দর শারদীয়া।
অনায়াস যত জীবনের ভালোবাসা,
প্রকল্পভরা স্বপ্নের প্রত্যাশা,
ব্যর্থ প্রেমিক আর তার লোনাজল-
থমকে দাঁড়াবে মেঘদূত অঞ্চল।
নগরের যত বিদ্যুৎ গাড়ি-ঘোড়া,
পার্কের ঘাস নরনারী জোড়া জোড়া
থাকবে সে সব বিনোদন বিস্ময়,
ফিরে গেলে নেই হারানোর কোনো ভয়।
সব ঋতুতেই বসন্ত-বৈশাখে।
ফিরিয়ে নেবে সে নদী গাছ মাটি আর
হৃদয়ের যত অতৃপ্ত অঙ্গার।
চিহ্নবিহীন চলে যেতে হবে একা
অপরূপ যত মুখচ্ছবির দেখা-
মিলবে না আর, ডিভাইন কমেদিয়া-
কাঁদবে সেলফে- সুন্দর শারদীয়া।
অনায়াস যত জীবনের ভালোবাসা,
প্রকল্পভরা স্বপ্নের প্রত্যাশা,
ব্যর্থ প্রেমিক আর তার লোনাজল-
থমকে দাঁড়াবে মেঘদূত অঞ্চল।
নগরের যত বিদ্যুৎ গাড়ি-ঘোড়া,
পার্কের ঘাস নরনারী জোড়া জোড়া
থাকবে সে সব বিনোদন বিস্ময়,
ফিরে গেলে নেই হারানোর কোনো ভয়।
মন্তব্য করুন