অংশ-নেয়া শেষ হয়ে গেছে;
মিলন-মেলার পাট উঠে গেছে বহুদিন-
চৈত্র-সংক্রান্তির এক পয়সার থৌলের কাল।

এখন শেয়ার নেবে বেবাক মানুষ!
ঝাঁপিয়ে পড়বে সব পুঁজির বাজারে
যে যেভাবে পারে;
ঘরে-ঘরে
তার জন্যে দড়া-দড়ি বাঁধা চলছে,
তাতে বাঁধা পড়েছে মা-বাবা,
ভাই-বোন, স্বামী-স্ত্রী;
এক অঙ্ক সবার মাথায়-
মেলাতেই হবে:
তুলতেই হবে ঘরে দ্রুত সোনা।

আজ সড়কে-সড়কে ব্যারিকেড-
শেয়ারের দালালের বিরুদ্ধে যাওয়া যাবে না,
বলবে না কেউ তার জোচ্চুরির সত্য, মিথ্যার;
পাশে কেউ গোঙাতে থাকে তো থাক;
ফাটকাবাজির ঘূর্ণিস্রোতে ডুবে গেলে যাবে-
তবু খোলা যাবে না মুখ,
সামলানো যাবে না জিহ্বা-
যাবে না ছাড়া এ মহামওকা!

ঘরে-ঘরে পুঁজি-বাজারির হাতে
বিনাশী বেপার,
হত্যা, ধ্বংস
অন্য সব অমূল্যের।
শেয়ার-দালাল আজ রাজা; রাজাটির শেয়ার-বন্ধনে বাঁধা
হাত-পা-মগজ
প্রজাদের;
ঘরে-ঘরে ফাটকাবাজির নতুন রাজত্ব।

বিষয় : পদাবলি

মন্তব্য করুন