চুড়িতে ঝংকার তুলে চলে যাওয়া থামাতে চেয়েছি,
তবু তুমি যাবে সোনাগাছি?
খুব করে মাখবো আজ
গাঢ় লিপস্টিক আর টানা চোখ কাজলরেখায়,
গোলাপী চিবুক;
তবুও কি যাবে?
প্রত্যক্ষ শাস্ত্র ঘেঁটে জেনে নিয়েছি
চুম্বনের সব কারুকাজ;
তবুও কি যাবে?
নির্জন রাতের বেলকনি দীর্ঘশ্বাস হয়ে জেগে আছে।
কামনায় শিউরে ওঠা বেডশিট জানে
কতটা বাসনা রোজ ধুয়ে ফেলি জলে,
কতশত রাত পার করে দিই বৈধব্যের অনুভূতি নিয়ে।
তোমার ফেরার পথে আঁচল বিছিয়ে রাখি,
কারুকাজে নটী সেজে থাকি।
ছলাকলা ষোল আনা হয়তোবা রপ্ত করা হয়ে ওঠেনি।
নাচের সকল মুদ্রা এক করে কামশাস্ত্র রচনা করেছি,
তবুও কি যাবে সোনাগাছি?

বিষয় : একগাছি চুড়ি আর সোনাগাছি

মন্তব্য করুন