অপূর্ব সম্মোহন তার-
মায়াময় শব্দসম্ভার-
বাতাসের ডানায় ভর করে-
ভেসে আসে ইথারে-
তরঙ্গের কম্পনে সুধাময় প্রাণসঞ্চার-
দারুণ দরাজ কণ্ঠ এক-
মোহময় জাদুসমাহার...!
কণ্ঠ বলে- পড়ো মন্ত্র
আমি বলি- মায়া সত্য
কণ্ঠ বলে- জ্ঞানেই সিদ্ধি
আমি বলি- তুমিই তীর্থ
কণ্ঠ থমকায়-
বলে- 'মূঢ়'
কী দীক্ষা দেবো তোমায়?
আমি বলি-
হায়! পুরোহিত কণ্ঠে কী দারুণ মায়া-বাণ!
ধূসর ক্যাকটাসে জাগে মহুয়ার ঘ্রাণ!!
মায়াময় শব্দসম্ভার-
বাতাসের ডানায় ভর করে-
ভেসে আসে ইথারে-
তরঙ্গের কম্পনে সুধাময় প্রাণসঞ্চার-
দারুণ দরাজ কণ্ঠ এক-
মোহময় জাদুসমাহার...!
কণ্ঠ বলে- পড়ো মন্ত্র
আমি বলি- মায়া সত্য
কণ্ঠ বলে- জ্ঞানেই সিদ্ধি
আমি বলি- তুমিই তীর্থ
কণ্ঠ থমকায়-
বলে- 'মূঢ়'
কী দীক্ষা দেবো তোমায়?
আমি বলি-
হায়! পুরোহিত কণ্ঠে কী দারুণ মায়া-বাণ!
ধূসর ক্যাকটাসে জাগে মহুয়ার ঘ্রাণ!!
মন্তব্য করুন