- কালের খেয়া
- মাহমুদ আল জামানের অপ্রকাশিত কবিতা
মাহমুদ আল জামানের অপ্রকাশিত কবিতা

রঙিন ভাঙা কাচ
চেনা শহরের অলিগলিতে
সন্ত্রস্ত নিঃশব্দ চেতনাহীন মানুষের
যে ক্রন্দনধ্বনি ওঠে
তা আমাদের ধমনিতে ও মস্তিস্কে লগ্ন হয়ে যায়
আমি জানি
এই সময় সেই সময় নয়।
আমি জানি
দীপ্ত প্রেমিকার ম্লান মুখে
ছদ্মবেশী ঘাতকের ছায়া।
বিশুদ্ধ দুঃখে
হূৎপিণ্ড ছুঁয়ে দেখল
কোথায় ঠিক ভালোবাসা
এই সময় সেই সময় নয়।
কোথায় যাচ্ছো বন্ধু অশোক,
মারণাস্ত্র উঁচিয়ে কেউ নেই
তবুও মৃত্যুভয়তাড়িত এই আস্টত্মানা
দেয় না কোনো নক্ষত্রোজ্জ্বল ছায়া।
হাহাকার আর সর্বনাশে
খুইয়ে বসেছি হৃদয়
তাকে নিয়ে কোনো বিলাপ নেই,
শিশুর মুখের অনাবিল আনন্দে
সুখ নেই,
মড়কে উজাড় ঘরবাড়ি
সন্ত্রাস ছুঁয়ে গেল মেঘ-জল-হাওয়া
যাচ্ছি এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে
কোথাও কেউ নেই।
চিৎকার থাকে শহরের সোনালি রোদ্দুরে
বিপদসংকেত বাজিয়ে প্রিয় মানুষের দেহ ছেড়ে যায় অ্যাম্বুলেন্সে
হাঁপরের মতো বুক করে ওঠানামা
সেবাসদনের শার্সিতে দেখি চেনা মানুষের আনাগোনা।
কেউ কথা বলে না।
দাউদাউ আগুন জ্বলে শহরের অলিন্দে
মন্থর মেঘের প্রার্থনা চতুর্দিকে।
প্রিয়জনদের মুখ থমকে থাকে বিলাপে
চেনা যায় না
মৃত্যু অনিবার্য জেনে
শিরায় কালো রক্ত নীল রক্তের দোর্দণ্ড প্রতাপে
ভালোবাসার হূৎযন্ত্র বধির হয়ে থাকে।
অশোক, পুতুলের মতো চেতনাহীন শরীর নিয়ে তুমি যাবে যাও
শ্রান্ত নিঃসঙ্গ নায়কের বিষণ্নতায়
স্বদেশ দেবে বিমর্ষ স্মৃতি
লাল নীল হলুদ
রঙে ভরা আকাশ
আর রঙিন ভাঙা কাচ।
চেনা শহরের অলিগলিতে
সন্ত্রস্ত নিঃশব্দ চেতনাহীন মানুষের
যে ক্রন্দনধ্বনি ওঠে
তা আমাদের ধমনিতে ও মস্তিস্কে লগ্ন হয়ে যায়
আমি জানি
এই সময় সেই সময় নয়।
আমি জানি
দীপ্ত প্রেমিকার ম্লান মুখে
ছদ্মবেশী ঘাতকের ছায়া।
বিশুদ্ধ দুঃখে
হূৎপিণ্ড ছুঁয়ে দেখল
কোথায় ঠিক ভালোবাসা
এই সময় সেই সময় নয়।
কোথায় যাচ্ছো বন্ধু অশোক,
মারণাস্ত্র উঁচিয়ে কেউ নেই
তবুও মৃত্যুভয়তাড়িত এই আস্টত্মানা
দেয় না কোনো নক্ষত্রোজ্জ্বল ছায়া।
হাহাকার আর সর্বনাশে
খুইয়ে বসেছি হৃদয়
তাকে নিয়ে কোনো বিলাপ নেই,
শিশুর মুখের অনাবিল আনন্দে
সুখ নেই,
মড়কে উজাড় ঘরবাড়ি
সন্ত্রাস ছুঁয়ে গেল মেঘ-জল-হাওয়া
যাচ্ছি এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে
কোথাও কেউ নেই।
চিৎকার থাকে শহরের সোনালি রোদ্দুরে
বিপদসংকেত বাজিয়ে প্রিয় মানুষের দেহ ছেড়ে যায় অ্যাম্বুলেন্সে
হাঁপরের মতো বুক করে ওঠানামা
সেবাসদনের শার্সিতে দেখি চেনা মানুষের আনাগোনা।
কেউ কথা বলে না।
দাউদাউ আগুন জ্বলে শহরের অলিন্দে
মন্থর মেঘের প্রার্থনা চতুর্দিকে।
প্রিয়জনদের মুখ থমকে থাকে বিলাপে
চেনা যায় না
মৃত্যু অনিবার্য জেনে
শিরায় কালো রক্ত নীল রক্তের দোর্দণ্ড প্রতাপে
ভালোবাসার হূৎযন্ত্র বধির হয়ে থাকে।
অশোক, পুতুলের মতো চেতনাহীন শরীর নিয়ে তুমি যাবে যাও
শ্রান্ত নিঃসঙ্গ নায়কের বিষণ্নতায়
স্বদেশ দেবে বিমর্ষ স্মৃতি
লাল নীল হলুদ
রঙে ভরা আকাশ
আর রঙিন ভাঙা কাচ।
মন্তব্য করুন