প্রপাত মানে শুধু পতন নয়
পতনে প্রবাহ থাকে না
প্রপাতের প্রবাহে থাকে ধ্বনি আর দৃশ্যের ঐকতান
আত্মহারা নান্দনিক দ্যোতনা

তোমার আগমনে সন্ধেটা দূরাগত নক্ষত্র হয়ে জ্বলে উঠল পশ্চিম আকাশে
যদিও বিশালতা আমাকে পরিপূর্ণতার চাইতে
শূন্যতার কথাই বেশি মনে করিয়ে দেয়
আমি তোমাকে স্বাগত জানিয়ে
নিজেরই অভিষেক করি প্রকারান্তরে

সম্প্রতি আমি কোনো সমস্যা তুলে ধরছি না
বরং সমাধানের চেষ্টা করছি
জানালার জালে আটকে পড়া পতঙ্গের সংকট
ভাবছি নিসর্গের বাতাবরণে
একই সঙ্গে ফুল এবং কীট ভালোবাসা যায় কি না

রাস্তার কিনারে দাঁড়িয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে
পেশাব করতে করতে
যে নিজেকে সর্বেসর্বা ভেবে পরিতৃপ্ত
আমি আজকাল তাকেও খারিজ করে দিতে চাই না

কেননা নতুন নন্দনতত্ত্বের মন্দ বলে কিছু নেই

বিষয় : নন্দনতত্ত্ব

মন্তব্য করুন