- কালের খেয়া
- আপন দর্পণ
আপন দর্পণ
![মোহীত উল আলম [১৩ ডিসেম্বর, ১৯৫২]](https://samakal.com/uploads/2020/11/online/photos/Untitled-22-samakal-5fbfece3bc5b4.jpg)
মোহীত উল আলম [১৩ ডিসেম্বর, ১৯৫২]
-ব্যক্তিগত জীবনে কোনো বিশেষ ঘটনা আপনাকে প্রভাবিত করেছে?
--মানুষের ব্যক্তিগত সুখ-দুঃখের ঘটনা আমাকে খুব প্রভাবিত করে।
-আত্মপ্রকাশলগ্নে কোনো প্রতিবন্ধকতার কথা মনে পড়ে?
--আমার আত্মমগ্ন স্বভাব।
-কোন বই বারবার পড়েন?
--কোনো বই বারবার পড়ার অভ্যাস আমার নেই। আমার প্রিয় পাঠ শেকসপিয়ার। তবে তার নাটক এবং সাহিত্যের ওপর রচিত প্রবন্ধের কিছু বই অনেকবার পড়া হয়েছে।
-শিল্পকলার অন্যান্য শাখায় আপনার আগ্রহ আছে?
--লেখালেখি ছাড়া চিত্রকর্ম ও আলোকচিত্রে আমার আগ্রহ আছে দর্শক হিসেবে। আর অভিনয় করার সুপ্ত বাসনা আছে। কিন্তু অতি লাজুক স্বভাবের জন্য এদিকে আসতেই পারিনি।
-ব্যক্তিগত জীবনের কোন সীমাবদ্ধতা আপনাকে কষ্ট দেয়?
--আমার মন এত দিকে ছোটে- জীবনের সব ব্যাপারে আমার প্রায় সমান আগ্রহ। সে জন্য কোনো একটা বিশেষ দিকে আর একাগ্র হতে পারিনি।
-আপনার চরিত্রের শক্তিশালী দিক কোনটি বলে আপনি মনে করেন?
--নিজের ওপর আত্মবিশ্বাস। কিছু কিছু ক্ষেত্রে আমি অসম্ভব ধৈর্যশীল।
-নিজের সম্পর্কে বেশি শোনা অভিযোগ কোনটি?
--আমি নাকি খুব সোজা সরল- কিছুই তেমন বুঝি না। কেউ কেউ আমাকে অহংকারী এবং সম্পর্কের ব্যাপারে উদাসীন বলে।
-আপনার প্রিয় উদ্ৃব্দতি কোনটি?
--কলম্বাস যদি তার উপদেশকদের কথা শুনতেন, তার জাহাজ এখনও বন্দরে পড়ে থাকত।
--মানুষের ব্যক্তিগত সুখ-দুঃখের ঘটনা আমাকে খুব প্রভাবিত করে।
-আত্মপ্রকাশলগ্নে কোনো প্রতিবন্ধকতার কথা মনে পড়ে?
--আমার আত্মমগ্ন স্বভাব।
-কোন বই বারবার পড়েন?
--কোনো বই বারবার পড়ার অভ্যাস আমার নেই। আমার প্রিয় পাঠ শেকসপিয়ার। তবে তার নাটক এবং সাহিত্যের ওপর রচিত প্রবন্ধের কিছু বই অনেকবার পড়া হয়েছে।
-শিল্পকলার অন্যান্য শাখায় আপনার আগ্রহ আছে?
--লেখালেখি ছাড়া চিত্রকর্ম ও আলোকচিত্রে আমার আগ্রহ আছে দর্শক হিসেবে। আর অভিনয় করার সুপ্ত বাসনা আছে। কিন্তু অতি লাজুক স্বভাবের জন্য এদিকে আসতেই পারিনি।
-ব্যক্তিগত জীবনের কোন সীমাবদ্ধতা আপনাকে কষ্ট দেয়?
--আমার মন এত দিকে ছোটে- জীবনের সব ব্যাপারে আমার প্রায় সমান আগ্রহ। সে জন্য কোনো একটা বিশেষ দিকে আর একাগ্র হতে পারিনি।
-আপনার চরিত্রের শক্তিশালী দিক কোনটি বলে আপনি মনে করেন?
--নিজের ওপর আত্মবিশ্বাস। কিছু কিছু ক্ষেত্রে আমি অসম্ভব ধৈর্যশীল।
-নিজের সম্পর্কে বেশি শোনা অভিযোগ কোনটি?
--আমি নাকি খুব সোজা সরল- কিছুই তেমন বুঝি না। কেউ কেউ আমাকে অহংকারী এবং সম্পর্কের ব্যাপারে উদাসীন বলে।
-আপনার প্রিয় উদ্ৃব্দতি কোনটি?
--কলম্বাস যদি তার উপদেশকদের কথা শুনতেন, তার জাহাজ এখনও বন্দরে পড়ে থাকত।
মন্তব্য করুন