মে মাসের ২৪ তারিখ ৮০ বছর পূর্ণ করলেন সাহিত্যে নোবেল বিজয়ী গীতিকার, গায়ক ও লেখক বব ডিলান। ৮০তম জন্মদিনে বব ডিলানের জীবনের অজানা কিছু দিক সম্পর্কে জানা যাক...
- বব ডিলান তার আসল নাম নয়, তার আসল নাম রবার্ট অ্যালেন জিমারম্যান। বব ডিলান নাম গ্রহণ করার আগে এলসটন গান, রবার্ট অ্যালাইনসহ কয়েকটি নাম ছিল পছন্দের তালিকায়।
- ১২৫ মিলিয়নেরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে তার বিশ্বজুড়ে।
- তরুণ বয়সে বিভিন্ন ব্যান্ডের সঙ্গে পিয়ানো এবং গিটার বাজিয়েছেন বব ডিলান। যেমন- 'জোকারস', 'দ্য স্যাডো ব্লাস্টার', 'দ্য গোল্ডেন কর্ডস', 'দ্য রক বোপারস' ইত্যাদি।
- গানের বাইরে একটাই চাকরি করেছেন ডিলান, সেটিও আবার কলেজ জীবনে। ফারগো নামের একটি রেস্টুরেন্টের কর্মচারী ছিলেন।
- সাহিত্যে নোবেলের বাইরেও মোট ১০ বার গ্রামি অ্যাওয়ার্ড জয় করেছেন তিনি। এছাড়া অস্কারেও ভূষিত হয়েছেন একবার, ২০১০ সালে 'ওয়ান্ডার বয়েজ' সিনেমায় 'থিংস হ্যাভ চেঞ্জড' গানের সুরের জন্য।
- সাহিত্যে নোবেল বিজয়ীর কোনো বই নেই এটা ভাবলে ভুল ভাবা হবে। বব ডিলানের আছে একটি আত্মজীবনী 'ক্রনিকলস:ভলিউম ওয়ান', 'ট্যারেন্টুলা' নামের একটি কাব্যগ্রন্থ। এছাড়াও তার গানের কথা নিয়ে আছে বেশ কয়েকটি বই।
- বব ডিলানের সমালোচক ও বিরোধীরা মনে করেন, বিশ্বজোড়া খ্যাতি লাভের জন্য তিনি শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করে দিয়েছেন!