করোনাভাইরাসের প্রকোপে থমকে দাঁড়িয়েছে বিশ্ব। জনসমাগম হবে এমন সব অনুষ্ঠানও প্রায় বন্ধ। অনলাইনকেন্দ্রিক হয়ে যাওয়া এই সময়ের মাঝে আশার আলো হয়ে দেখা দিয়েছে আবুধাবি আন্তর্জাতিক বইমেলা ২০২১। মে মাসের ২৩ তারিখ শুরু হয়ে ২৯ তারিখ পর্যন্ত চলা এই বইমেলা বিশ্বের বড় বড় বইমেলা আয়োজনকারীদের পথ দেখাবে আশা করা যায়। আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে মেলাটির ৩০তম পর্ব অনুষ্ঠিত হয়।
করোনার কারণে বেশ কয়েকবার পিছিয়ে গিয়েও অবশেষে সামাজিক দূরত্ব মেনে এবং কভিড ভ্যাকসিন সার্টিফিকেট নিয়েই দর্শনার্থীরা প্রবেশের সুযোগ পান। ৪৬টি আরব, আফ্রিকা, আমেরিকা ও ইউরোপের মোট ৪৬টি দেশের ৮০০টি স্টল এবার স্থান করে নেয়। সপ্তাহব্যাপী মেলায় আয়োজনেরও কমতি ছিল না। বই প্রদর্শনের পাশাপাশি সরাসরি ও অনলাইন বিভিন্ন আয়োজন ছিল লেখক, পাঠক ও প্রকাশকদের নিয়ে।
মেলায় বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই আমেরিকান বেস্টসেলার রাইটার তায়ারি জোনস ও মিচ অ্যালবম, ব্রিটিশ ইতিহাসবিদ বিট্‌টানি হিউজ, ব্রিটিশ বক্তা ভেক্স কিং, আন্তর্জাতিক প্রকাশক সংস্থার প্রধান বদর আল কাশেমিসহ আরব আমিরাতের প্রথিতযশা কয়েকজন লেখক।