ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্র এবং পার্শ্ববর্তী সহযোগী কয়েকটি রাষ্ট্রের সাহিত্য আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচয়ের লক্ষ্য নিয়ে ২০০৯ সাল থেকে ঘোষিত হয়ে আসছে ইউরোপিয়ান ইউনিয়ন প্রাইজ ফর লিটারেচার [ইইউপিএল]। মে মাসের ১৮ তারিখ এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ঘোষিত হলো এ বছরের বিজয়ীদের নাম। শর্ট লিস্টের ৪১ দেশের ৪১ জন সাহিত্যিক থেকে বিজয়ী ঘোষণা করা হয়েছে ১৩ জনকে। নির্বাচিত তেরেটি দেশের ১৩ জন বিচারক নিজ দেশের সাহিত্যিকদের বাছাই করেছেন।
ইউরোপিয়ান ইউনিয়ন প্রাইজ ফর লিটারেচার ২০২১ বিজয়ীরা হলেন- 'ফ্ল্যামা' গ্রন্থের জন্য আলবেনিয়ার টম কুকা, আর্মেনিয়ার আরমা পাচায়ান 'পি/এফ' গ্রন্থের জন্য, বুলগেরিয়ান সাহিত্যিক গিওর্গি বারদারভ তার 'এবসলভো টে' গ্রন্থের জন্য, 'ডেথমেইডেন' গ্রন্থের জন্য চেক রিপাবলিকের লুসিয়া ফাউলেরোভা, 'ডেল্লুফেরোয়িন' গ্রন্থের জন্য আইসল্যান্ডের সিগুরান পালসদোত্তির, লাটভিয়ার লরা ভিনোগ্রাডোভা 'দ্য রিভার' গ্রন্থের জন্য, 'ইউ হ্যাভ ডিসট্রয়েড এভরিথিং' গ্রন্থের জন্য মাল্টার লরা ক্যাল্লিজা, নেদারল্যান্ডসের গেরদা ব্লিস তার 'ইউ আর রাইট' গ্রন্থের জন্য, 'দ্য স্লিপ ওয়াকার লেসন' গ্রন্থের জন্য পর্তুগালের সাহিত্যিক ফ্রেদরিকো পেদরিয়া, সার্বিয়ান সাহিত্যিক দেজান তিয়াগো স্ট্যানকোভিক তার 'যামালেক' গ্রন্থের জন্য, 'বি ফ্যামেলি' গ্রন্থের জন্য স্লোভেনিয়ান সাহিত্যিক আনজা মুগেরলি, সুইডিশ সাহিত্যিক ম্যাক্সিম গ্রিগোরিয়েভ 'ইউরোপ' গ্রন্থের জন্য এবং তিউনেশিয়ার সাহিত্যিক আমাইন আল ঘোজি তার 'জিনদালি, দ্য নাইট অব ১৪ জানুয়ারি ২০১১' গ্রন্থের জন্য।