মেয়েটি বৃত্ত ধরে বহুদূর চলে এসেছে
কেন জানি মানুষটিকে তার খুব কাছের মনে হয়,
সেলফোনে নাম ভেসে উঠলেই
অন্ধকার ঘুচে জ্বলে ওঠে আলো,
মানুষটি জানেনা তার নীরবতাও
তৈরি করে এক একটা অজানা পৃথিবী!

দু'জন উপরে চাইতেই দেখে গোটা চা বাগান জুড়েই
থাক থাক কুয়াশা
উপরে উঠছে সারি সারি মেঘেরা যেন উড়ে যাচ্ছে!
কুয়াশায় ঝাপসা দেখায় পোশাকের রঙ।

শিল্পী রাতের অন্ধকার ভালোবাসে
তারারা অন্ধকারেই ঝিকমিক জ্বলে
ওরা দিঘির জলে তারাদের খোঁজে,
দোলায়িত চাঁদের দিকে অপলক চেয়ে থাকে
পুরুষটি মেয়েটির হাত ধরতেই তার মনে হয়
কী অভাবিত মসৃণ স্পর্শ!

মেয়েটি সিদ্ধান্ত নেয়, সবকিছু ছুড়ে ফেলে এবার সে
এক মজবুত ভালোবাসা তৈরি করবে
কারণ এখন সে জেনে গেছে
কোথায় লুকোনো থাকে পেতে রাখা ফাঁদ!

বিষয় : পদাবলি ফাতিমা আলী

মন্তব্য করুন