হাই সুন্দর কাল সন্ধ্যায় তুমি অনলাইনে কি আসবা নাকি বিকেলে
যদি ঝড় হয় তুমি সে হাওয়ার সাথে ভাসবা শুনো বিটিএস শুনে
লাভ নাই আমি আরো ভালো সং শোনাবো যদি রাজি হও আমি
আজকেই কাল সন্ধ্যাকে ডেকে নামাবো ওই হাওয়াদের আমি
বলছি ওরা এদিকেই ছুটে আসবে তুমি জানালার গল্গাস খুলছো আর
ভাবছো তাকে থামাবে ভেসে লাভ নাই ওই হাওয়াদের কোনো ঠিক
নাই ওরা কেমোফ্লেজ ওরা কবিতা ওরা নিঃস্ব করেই ছাড়বে ওরা
তোমাকে নিয়ে হারবে তুমি সুন্দর কেন অযথা ওই হাওয়াদের সাথে
চলবা কাল সন্ধ্যায় মনে পড়লে ড্রিমক্যাচারের সুতা উড়লে সেটা
ছিঁড়বা তুমি তারপর ফোনে জানাবা যদি হেডফোন খুঁজে পাওয়া
যায় তবে আরো কিছু ভালোবাসা যায়

বিষয় : পদাবলি শোয়েব সর্বনাম

মন্তব্য করুন