তোমার জন্য উড়ন্ত মেঘ,
তোমার জন্য বর্ষা তুমুল,
তোমার জন্য মেঘলা আকাশ,
শরৎকালে নদীর দু'কূল।

তোমার জন্য ঝরাপাতা,
তোমার জন্য পাখির গান,
তোমার জন্য লাল বড়ো টিপ,
বাতাস খেলা দুষ্টু চুল।

তোমার জন্য বনলতা,
তোমার জন্য বেনীমাধব,
তোমার জন্য নীরা গায়ত্রী,
তবু তুমি কবির ভুল।

তোমার জন্য শিল্পকলা,
তোমার জন্য সভ্যতা,
তোমার পায়ে শেকল পরা,
হাতে তবু বকুল ফুল।

তোমার জন্য সহমরণ,
তোমার জন্য নির্যাতন,
তোমার পথে শত বাধা,
কেন তুমি নারীকুল?

তোমার জন্য শুধু তুমি,
ইতিহাসে গল্প শুনি,
সমাজ সময় সভ্যতারা
তোমায় ভাবে মস্ত ভুল।

বিষয় : পদাবলি সাদি তাইফ

মন্তব্য করুন