সভ্যতা শিখেছি গদ্যে-পদ্যে
শীতঘুমে
তুখোড় মেঘের ক্ষিপ্র ঝড়
তামসিক ভীতি
জরাগ্রস্ত ভুল গল্প পড়ে
বিনয়ের ক্রীতদাস
দীর্ঘ রাত্রির বিমূর্ত ক্যানভাসে আঁকে
নিদ্রার কোলাজ;
থেমেছে কি যাত্রাপথের আনন্দ গান
স্বপ্ন-অনির্বাণ
বাউলের ঘাটে এক খঞ্জনি বাদক
ভর দুপুরে রৌদ্রের ভিড়ে
আলো খোঁজে প্রাণ ভরে-
সুন্দর করো হে প্রভু এই রাত্রি-দিন
জরা-ব্যাধি দূর করে দাও
এ পৃথিবী স্বপ্নের মতো করো রঙিন।
শীতঘুমে
তুখোড় মেঘের ক্ষিপ্র ঝড়
তামসিক ভীতি
জরাগ্রস্ত ভুল গল্প পড়ে
বিনয়ের ক্রীতদাস
দীর্ঘ রাত্রির বিমূর্ত ক্যানভাসে আঁকে
নিদ্রার কোলাজ;
থেমেছে কি যাত্রাপথের আনন্দ গান
স্বপ্ন-অনির্বাণ
বাউলের ঘাটে এক খঞ্জনি বাদক
ভর দুপুরে রৌদ্রের ভিড়ে
আলো খোঁজে প্রাণ ভরে-
সুন্দর করো হে প্রভু এই রাত্রি-দিন
জরা-ব্যাধি দূর করে দাও
এ পৃথিবী স্বপ্নের মতো করো রঙিন।
মন্তব্য করুন