একটু জ্বর দেবে?
সাথে এককাপ চা?
সাথে একপিস বিস্কুট দিলে,
সমুদ্রে ধোয়াবো পা।

একমুঠো রোদ দেবে?
সাথে জয় গোস্বামী?
সাথে একখানা সুনীল দিলে,
গা মুছাবো আমি।

একটু বৃষ্টি দিবে?
সাথে কদমের ফুল?
ভেজা খোঁপা খুলে দিলে,
রাত হবে অনুকূল।

বিষয় : পদাবলি আরণ্যক শামছ

মন্তব্য করুন