আমরা কী সেদিন সত্যি সত্যি বুঝে ছিলাম
আমাদেরকে তাড়া করেছে একটি রহস্যরাত?
কিম্বা কী বুঝে ছিলাম চোখ ও ঠোঁটের ইশারা?

ঠোঁটেরাও তাকায় বিধবার তৈলাক্ত কপালে?

তোমরা ঠোঁট দিয়ে বানাও একটি ঠোঁট-উঠোন
আর কোমরে মেখে নাও কালিজিরার তেল-

শৈশবে আমি একা একাই খুঁজেছি কুপিবাতির
আগুনচোখ-আর এখন করি ঠোঁটের পরিমাপ

নদীরা বরাবরই বেছে নিয়েছিল মাছেদের ঠোঁট
আমার কাঁধেও ছিল মীমাংসিত ঠোঁটের ওড়াউড়ি

চোখ থেকে আমি সরিয়ে ফেলেছি ভাঙা আয়না
তুমি তাহলে বিক্রি করে দাও তোমার ঠোঁটাংশ

বিষয় : পদাবলি শিহাব শাহরিয়ার

মন্তব্য করুন