(উৎস :জীবনানন্দ দাশ)
একবার ভালোবেসে, অন্যবার অবহেলা করে
কখনো-বা ঘৃণা করে মেয়েদের দেখেছেন তিনি
মেঘের নকশার মতো মুগ্ধকর অনেক দেখায়

সেই মেয়ে- স্তন যার প্রবাহিত জলের উচ্ছ্বাস
বরফকুচির মতো শীতল ও সাদা,
ছড়ায়ে শিশিরশব্দ, আঁচলের চোরকাঁটা বেছে
যে-যুবতী হাসিমুখে দ্রুত চেয়ে থাকে,
কোনো কোনো মহিলাকে ভালোবেসে পাওয়া যায় জ্ঞান,
যদি মেয়েমানুষের দেখা মেলে ঘন রাতে নক্ষত্রের ভিড়ে-
আরো বেশি নক্ষত্রের আলো
শান্তি দেয় পৃথিবীর গভীরতর অসুখকালে

সভ্যতার বয়সিনী সুরঞ্জনা যদি
কথা বলে যুবকের সাথে-
তখনই হৃদয় তার আধপোড়া মাটি,
সুদর্শনা- সুদর্শনা বটে
অঙ্গ ও প্রত্যঙ্গ জুড়ে হেসে থাকে ভোরের আকাশ
নীলাভ ব্যথিত চোখ- এর নাম শঙ্খমালা
সুচেতনা- চিরকাল ঢেউরঙা দূরত্বের দ্বীপ
সমুদ্রের নুন তবে খুঁজে পাওয়া যায়
সবিতার অন্ধকার চুলের ভিতর
বিখ্যাত পুরোনো শক্তি স্থান করে আছে
ব্রীড়ানত শ্যামলীর মুখে
সুদীর্ঘ ঘুমের শেষে সরোজিনী চলে গেছে দূরে ...

মানুষীর যত নাম, উষ্ণ ঠান্ডা যত সম্বোধন
একজন 'বনলতা' হয়ে
জেগে থাকে অবিশ্রান্ত প্রেমের হৃদয়

বিষয় : পদাবলি ফারুক মাহমুদ

মন্তব্য করুন