- কালের খেয়া
- কারাগারে রুয়ান্ডায় গণহত্যার 'মূল হোতা'র মৃত্যু
কারাগারে রুয়ান্ডায় গণহত্যার 'মূল হোতা'র মৃত্যু

থিওনেস্টে বাগোসোরা
রুয়ান্ডায় গণহত্যার দায়ে দণ্ডিত দেশটির সাবেক সেনা কর্মকর্তা কর্নেল থিওনেস্টে বাগোসোরা মালির একটি কারাগারে মৃত্যু হয়েছে।
বাগোসোরার বয়স হয়েছিল ৮০ বছর। তাকে ১৯৮৪ সালে সংঘটিত রুয়ান্ডার গণহত্যার মূল হোতা হিসেবে অভিহিত করা হয়। ওই গণহত্যায় ৮ লাখ মানুষ প্রাণ হারায়। খবর বিবিসির
গণহত্যার সময় বাগোসোরা রুয়ান্ডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। জাতিসংঘ-সমর্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে তার সাজা কমিয়ে ৩৫ বছরের কারাদণ্ড করা হয়।
বাগোসোরার ছেলে বিবিসিকে বলেছেন, তার বাবা মালির বামাকোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রুয়ান্ডায় ১৯৯৪ সালে সংঘটিত ১০০ দিনের গণহত্যায় প্রায় ৮ লাখ মানুষ প্রাণ হারায়, যাদের বেশিরভাগই ছিল তুতসি জাতিগোষ্ঠীর সদস্য।
১৯৯৪ সালের ৬ এপ্রিল রুয়ান্ডার তৎকালীন প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানাকে বহনকারী উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করা হয়। এতে উড়োজাহাজে থাকা সব আরোহী নিহত হন। এই ঘটনার জেরে রুয়ান্ডায় গণহত্যা শুরু হয়। গণহত্যার ঘটনার দুই বছর পর ক্যামেরুনে গ্রেপ্তার হন বাগোসোরা। সেখানে তিনি পালিয়ে গিয়েছিলেন।
রুয়ান্ডায় গণহত্যার ঘটনায় গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০০৮ সালে বাগোসোরারকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেন। প্রথমে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তিন বছর পর কিছু অভিযোগ বাতিল করা হয়। এ পর্যায়ে তার সাজার মেয়াদ কমিয়ে ৩৫ বছরের কারাদণ্ড করা হয়।
মন্তব্য করুন