বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী নিয়ে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে 'ওপেন বুক পরীক্ষা' বা রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা শেষ হয় সাড়ে ১১টায়।

এতে সরকারি রাজেন্দ্র কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ৬১৬ শিক্ষার্থী অংশ নেন। আগামী ডিসেম্বরে কলেজে অনুষ্ঠানের আয়োজন করে এ পরীক্ষায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হবে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা বলেন, এক মাস আগে কলেজের ৭৪৪ শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি দেওয়া হয়। ওই শিক্ষার্থীদের নিয়েই এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার আগে সকাল পৌনে ৯টার দিকে কলেজ চত্বরে শিক্ষার্থীদের কুচকাওয়াজ হয়। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন অধ্যক্ষ। পরে সমবেতদের উদ্দেশে বক্তব্য দেন অধ্যক্ষ অসীম কুমার সাহা ও ইংরেজি বিভাগের অধ্যাপক দেবাশীষ দাস।