- কালের খেয়া
- কস্তা বুক অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকা
কস্তা বুক অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকা

ইংরেজি সাহিত্যের অন্যতম সম্মানজনক সাহিত্য পুরস্কার কস্তা বুক অ্যাওয়ার্ড চলতি বছর ৫০তম বর্ষ উদযাপন করতে যাচ্ছে। ১৯৭১ সালে যাত্রা শুরু করা এ সাহিত্য পুরস্কার মোট ৫টি ক্যাটাগরিতে লেখকদের পুরস্কৃত করে থাকে। ২০২১ সালের পুরস্কারের জন্য মোট বিশটি বইয়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। প্রথম উপন্যাস ক্যাটাগরিতে মনোনীত হয়েছে- এ.কে. ব্লেকমোরের 'দ্য ম্যানিংট্রি উইচেস', এমিলি ইতামির 'ফল্ট লাইনস', কালেব আজুমাহ নেলসনের 'ওপেন ওয়াটার', কেট সইয়ারের 'দ্য স্ট্রান্ডিং'। উপন্যাস বিভাগে মনোনয়ন পেয়েছে- ক্ল্যারি ফুলারের 'আনসেটেল্ড গ্রাউন্ড', জেসি গ্রিনগ্রাসের 'দ্য হাই হাউজ', নাদিফা মোহাম্মেদের 'দ্য ফরচুন ম্যান', এলিফ শাফাকের 'দ্য আইল্যান্ড অব মিসিং ট্রিজ'। এছাড়াও আত্মজীবনী ও শিশু সাহিত্য বিভাগের জন্য মনোনয়ন পেয়েছেন ইংরেজি সমকালীন সাহিত্যের প্রতিনিধিত্বশীল লেখকদের নাম। ২০২২ সালের জানুয়ারি মাসের ৪ তারিখ বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং পহেলা ফেব্রুয়ারিতে বিজয়ীদের প্রত্যেককে ৩০ হাজার পাউন্ড অর্থমূল্যে ভূষিত করা হবে।
মন্তব্য করুন