- কালের খেয়া
- শতবর্ষে আমেরিকার প্রথম আধুনিক শিল্প জাদুঘর
দ্য ফিলিপ্স কালেকশন
শতবর্ষে আমেরিকার প্রথম আধুনিক শিল্প জাদুঘর

আমেরিকার আধুনিক শিল্প আন্দোলনের ইতিহাসে অমর হয়ে থাকবেন শিল্প সংগ্রাহক ডানকান ফিলিপস। কেননা, তার হাত ধরেই যে আমেরিকায় প্রথম আধুনিক শিল্পকলার জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯২১ সালের প্রথমভাগে ডানকান ফিলিপস এবং তার স্ত্রী চিত্রশিল্পী মারজোরি আকর ফিলিপস ছোট্ট পরিসরে শুরু করেন চিত্রকলা সংগ্রহের কাজ। ওয়াশিংটন ডিসির ডুপন্ট সার্কেলের পাশে অবস্থিত এই জাদুঘরটি ২০২১ সালে ১০০ বছর পূর্তিকালে আধুনিক শিল্পকলার প্রধান ব্যক্তিত্বদের ৩ হাজার চিত্রকলায় সমৃদ্ধ।
ডানকান ফিলিপস উত্তরাধিকারসূত্রে তৎকালীন আমেরিকার এক ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেন। তার দাদা জেমস. এইচ. লুঘলিন ছিলেন আমেরিকার খ্যাতনামা ব্যাংকার ও লোহা ব্যবসায়ী। ডানকান ফিলিপস মূলত তার মায়ের দ্বারা উদ্বুদ্ধ হয়ে ১৯১৭ ও ১৯১৮ সালে বাবা ও ভাইয়ের মৃত্যুর পর থেকে শিল্পকর্ম সংগ্রহে মন দেন এবং শিল্পবোদ্ধা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। প্রাথমিকভাবে ফিলিপস তার বাড়িতেই গড়ে তোলেন সংগ্রহশালা। কিন্তু কয়েক বছরের ব্যবধানে যখন সংগ্রহের তালিকা ছয়শ ছাড়িয়ে যায়, তখন তার এক সময়কার ছবির কিউরেটর ও পরবর্তীকালে স্ত্রী মারজোরি আকর ফিলিপসের সহযোগিতায় শিল্পপ্রেমীদের জন্য নিজের সংগ্রশালা তথা বাড়িটি উন্মুক্ত করে দেন। এবং পরিবার নিয়ে তিনি অন্যত্র বসবাস করতে লাগলেন। ফিলিপসের সংগ্রহশালাটি আলোচনার জন্ম দেয় কারণ, বিংশ শতাব্দীতে আমেরিকার শিল্পবোদ্ধারা আধুনিক চিত্রকলার বিপক্ষেই ছিলেন। তার প্রভাবে মূলত ধীরে ধীরে আধুনিক ধারণার শিল্পপ্রেমী ও শিল্পীরা নিজেদের পায়ের নিচের মাটি খুঁজে পায়। ফিলিপসের সংগ্রহশালায় রয়েছে আধুনিক শিল্প আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব এল গ্রেসো, জ্যঁ-ব্যাপটিস্ট-সিমোন চারডিন, ফ্রান্সিকো গোয়াসহ সব রথীমহারথীদের চিত্রকর্ম। বর্তমানে প্রায় বছরজুড়েই বিশ্বের প্রায় সব অঞ্চলের শিল্পীদের নিয়ে নানান অনুষ্ঠানের মাধ্যমে শিল্পজাদুঘরটি তার ঐতিহাসিক দীর্ঘ পথচলাকে সার্থক করে চলেছে।
ডানকান ফিলিপস উত্তরাধিকারসূত্রে তৎকালীন আমেরিকার এক ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেন। তার দাদা জেমস. এইচ. লুঘলিন ছিলেন আমেরিকার খ্যাতনামা ব্যাংকার ও লোহা ব্যবসায়ী। ডানকান ফিলিপস মূলত তার মায়ের দ্বারা উদ্বুদ্ধ হয়ে ১৯১৭ ও ১৯১৮ সালে বাবা ও ভাইয়ের মৃত্যুর পর থেকে শিল্পকর্ম সংগ্রহে মন দেন এবং শিল্পবোদ্ধা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। প্রাথমিকভাবে ফিলিপস তার বাড়িতেই গড়ে তোলেন সংগ্রহশালা। কিন্তু কয়েক বছরের ব্যবধানে যখন সংগ্রহের তালিকা ছয়শ ছাড়িয়ে যায়, তখন তার এক সময়কার ছবির কিউরেটর ও পরবর্তীকালে স্ত্রী মারজোরি আকর ফিলিপসের সহযোগিতায় শিল্পপ্রেমীদের জন্য নিজের সংগ্রশালা তথা বাড়িটি উন্মুক্ত করে দেন। এবং পরিবার নিয়ে তিনি অন্যত্র বসবাস করতে লাগলেন। ফিলিপসের সংগ্রহশালাটি আলোচনার জন্ম দেয় কারণ, বিংশ শতাব্দীতে আমেরিকার শিল্পবোদ্ধারা আধুনিক চিত্রকলার বিপক্ষেই ছিলেন। তার প্রভাবে মূলত ধীরে ধীরে আধুনিক ধারণার শিল্পপ্রেমী ও শিল্পীরা নিজেদের পায়ের নিচের মাটি খুঁজে পায়। ফিলিপসের সংগ্রহশালায় রয়েছে আধুনিক শিল্প আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব এল গ্রেসো, জ্যঁ-ব্যাপটিস্ট-সিমোন চারডিন, ফ্রান্সিকো গোয়াসহ সব রথীমহারথীদের চিত্রকর্ম। বর্তমানে প্রায় বছরজুড়েই বিশ্বের প্রায় সব অঞ্চলের শিল্পীদের নিয়ে নানান অনুষ্ঠানের মাধ্যমে শিল্পজাদুঘরটি তার ঐতিহাসিক দীর্ঘ পথচলাকে সার্থক করে চলেছে।
মন্তব্য করুন