অনাদরে অবহেলায় পথের ধারে ফোটা ঘাসফুল
কত রঙ বেরঙয়ের ঘাসফুল
যেন প্রকৃতির এক অপার সৌন্দর্য
কখনও দুমড়ে মুচড়ে যাওয়া ঘাসেই
আবার নতুন কুুঁড়ি, ফুঁটে ফুল
এক মুগ্ধতার অপার আনন্দ।
মনের ভেতরে যখন অবিরাম প্রচণ্ড নাড়া দেয়।
অনাদারে অবহেলায় বেড়ে ওঠা নীল অপরাজিতা।
অনুভূতির অফুরন্ত অকৃত্রিম নিখুঁত প্রাণশক্তির প্রেরণা
কত রঙ বেরঙয়ের ঘাসফুল
যেন প্রকৃতির এক অপার সৌন্দর্য
কখনও দুমড়ে মুচড়ে যাওয়া ঘাসেই
আবার নতুন কুুঁড়ি, ফুঁটে ফুল
এক মুগ্ধতার অপার আনন্দ।
মনের ভেতরে যখন অবিরাম প্রচণ্ড নাড়া দেয়।
অনাদারে অবহেলায় বেড়ে ওঠা নীল অপরাজিতা।
অনুভূতির অফুরন্ত অকৃত্রিম নিখুঁত প্রাণশক্তির প্রেরণা
মন্তব্য করুন