আমি জল খাই সুরমার পাকা ঘাটে
চাঁদ ঝুলে থাকে ... আলোর স্তন শূন্যে,
ঘাটে আসে বাঘ কতিপয় কালসাপ
রাত-বিরেতে সে সুরমার বুক চাটে।

এক তল্লাটে বসবাস করি সহোদর বটে!
কস্মিনকালেও হয়নি দেখা; তলে তলে সে তবু ...
গোপনে কাটে সম্পর্কের ফসকা গেরো রাতে,
কেউ দেখে না ... জানে সুরমা; জানে নদীর তটে।

বিষয় : পদাবলি

মন্তব্য করুন