ভালোবাসা ভোরগুলো হয়তো ফিরে আর আসবে না
হয়তো ফিরে আসবেনা ভীরু, কম্পিত কৈশোর
হয়তো ফিরবে না বিশ্বাসী শৈশব
আসবে না জানি তুমি
আসতেই তুমি পারবে না; তুমিও আমার মতো এগিয়েছ
গন্তব্যের পথে, সীমান্ত ছুঁতে বাকি শুধু
তবুও অবুঝ মন যুক্তির শৃঙ্খল মানবে না বলে বুঝি
পণ করে প্রতীক্ষায় আছে একটি নতুন ভোর দেখবে বলে
একটি বৃষ্টিভেজা দুপুরের জলছবি আঁকে
একটি বিকেলের ললাটে লাল সূর্যের উৎসব খোঁজে
একটি জ্যোৎস্নাস্নাত রাতের নিস্তব্ধতায় নিঃশব্দ ভাবনায়
ধ্যানস্থ হতে থাকে
বিস্টম্ফারিত বিস্ময়ের অনিন্দ্য ক্ষণ করোটির ভেতর থেকে
হৃদয়ের খনি থেকে ফিরে পেতে চিরুনি তল্লাশি হতে থাকে
প্রেমান্বিত প্রহরগুলো হয়তো ফিরে আর আসবে না
হৃদয় পুড়তে থাকে ধুঁকে ধুঁকে অযৌক্তিক বিরহ-বিলাসে
মগজের নিউরনও কী অদম্য উৎসাহে বিষণ্ণতার পাণ্ডুলিপি
লিখে যায়!
তবু সত্তার গভীর থেকে কেউ যেন ডেকে বলে,
আরও একটি প্রভাতের প্রতীক্ষায় প্রত্যয়িত থেকো!
তাই আমি মেরামত করতে থাকি নির্মিত আকাঙ্ক্ষার দৃশ্যকল্পের ত্রুটি;
তাই আমি আরও দুর্দম উচ্ছ্বাসে ভাসাই আনন্দতরী।
হয়তো আরেকটি ভোর আদতেই আসবে না;
তবু যতটুকু আনন্দ আনে ভাবনার দূত
কল্পনার পার্থিব, অপার্থিব সুখ
আমি তাই প্রাপ্তি ভেবে প্রশান্তিতে মগ্ন হতে থাকি।
আমি জানি কারও কারও অপেক্ষায় থাকে সূর্য-ঝলসিত সোনালি
তোরণ;
কারও কারও অপেক্ষায় থাকে জ্যোৎস্না আলোকিত
রুপালি রাত;
হয়তো মিলবে না ভোর
হয়তো মিলবে না দুপুরের উজ্জ্বলতা; তবু
হয়তো রাতের নির্জনতা দেবে ভাবনার বিপুল অবকাশ
কল্পনার অসীম বিস্তার!

বিষয় : পদাবলি

মন্তব্য করুন