ভীষণ বিবাদ হচ্ছে দেহে আর মনে।
মন বলছে, গ্রহণ করো
দেহ অস্বীকার করছে।
দারুণ বিভেদ হচ্ছে বোধে আর বিশ্বাসে
বোধ বলছে, এগিয়ে যাও
বিশ্বাস অবিশ্বাস করছে।
প্রবল মতভেদ হচ্ছে অভিজ্ঞতা আর অনুভবে
অনুভব বলছে, এটা একটা গোলাপ
অভিজ্ঞতা বলছে, বিষাক্ত কাঁটা।
তুমুল যুদ্ধ হচ্ছে আমাতে আর আমিত্বে।
মন্তব্য করুন