শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুকে জানতে হবে বাংলাদেশকে জানার জন্য, আমাদের নিজেদের সংগ্রামের ও অর্জনের ইতিহাসকে জানার জন্য। তাই বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়াচীন’-এ তিনটি বই ‘আমাদের বই পড়া কর্মসূচি’তে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাতে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পারে।

মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জ সুইমিংপুল ও জিমনেসিয়ামে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন আয়োজিত ‘বিজয় পথে পথে’ শীর্ষক আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্য শেষে শিক্ষামন্ত্রী সমাবেশে উপস্থিত মুক্তিযোদ্ধা ও অতিথিদের শপথ বাক্য পাঠ করান। জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে এ সমাবেশে আরও বক্তব্য দেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, বীর মুক্তিযোদ্ধা সিকদার নূর মোহাম্মদ দুলু, মো. ফিরোজ খান ও বদরুদ্দোজা বদর। সমাবেশের পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

এর আগে শিক্ষামন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সরকারি কর্মকর্তারা।