মাতাল সূর্যদিনে ভাসিয়ে দিলে
যাবতীয় যাপনের যোগফল-
মেঘ ভাবনার আকাশে উদিত হয়,
কেবলই জলপাই বাসনার নদী।
প্রয়োজনের সীমাবদ্ধতায় যে জল-
গড়িয়ে যায় অতলের গহিনে
অপুষ্ট দৃষ্টিতে তার ভাসা-ভাসা
দুধেল চিতই।
এই যে এত রং, আলো আলো খেলা
দিন শেষে সবই তো অন্ধকার, কালো।
হামলায় মামলায় ঝরে যাওয়া ফুল
থাকে কি তার কামনা বিলাস?
যাবতীয় যাপনের যোগফল-
মেঘ ভাবনার আকাশে উদিত হয়,
কেবলই জলপাই বাসনার নদী।
প্রয়োজনের সীমাবদ্ধতায় যে জল-
গড়িয়ে যায় অতলের গহিনে
অপুষ্ট দৃষ্টিতে তার ভাসা-ভাসা
দুধেল চিতই।
এই যে এত রং, আলো আলো খেলা
দিন শেষে সবই তো অন্ধকার, কালো।
হামলায় মামলায় ঝরে যাওয়া ফুল
থাকে কি তার কামনা বিলাস?
মন্তব্য করুন