সময়ের ওপারে চোখটান নীরবতা ডুবে যায়
'ভালোবাসি' সংবাদে কেঁপে ওঠে সদ্যোজাত শীত
নবান্নের ডালি কাঁধে কোনদিকে খুঁজি তাকে?

কার্তিকের কুয়াশা তুমি আমার সকল
দৃশ্যে দৃশ্যে নির্বিকার প্রত্যুষের বনেদি অরণ্যে
নিজস্ব চিন্তার দিনে দানাখোঁটা পাখির গান।

কত আয়ুরেখা টুটে যায় মিছিলের বাঁকে
পৃথিবীর বাড়ন্ত বিকালে তবুও তুমিই আমার
রাতজাগা সংরাগ, টলমল বিজয় উৎসবে।

তোমাকে বন্দিশ মানি কল্পনার সকল চৌকাঠ
সবুজ শ্যামল নীল মাছেদের অভাবিত স্র্রোতে
গড়পড়তা সান্ধ্যনগরী, সকল সল্ফ্ভ্রান্ত মায়ায়।

অনিঃশেষ 'ভালোবাসা' চোখে ঝলকায়, তবুও
সময়ের ওপারে, অনতিক্রম দূরত্ব বহিয়া যায় ...

বিষয় : পদাবলি

মন্তব্য করুন