কান্নার নিচে মূলত কান্নাই থাকে
কান্নার নিচে থাকে পানি
পানির নিচে জল থাকে আর কিছু ব্যথিত কাহিনি
আর থাকে মৃত এক নদী
নদীতে অনেক প্রত্ন-সম্পর্ক, কাদায় লুকানো গুতুম মাছ
অথবা লবণাক্ত যদি
নদীর দুই তীরে কাঁদে দুটি হৃদয়, কাঁপে অশ্রুর পাড়া
রাত্রিরা গাছ হয়ে হাঁটে- বুকেতে অতীতের ভার
মানুষের ইদানীং খুব ফিরে যাবার তাড়া
কান্নার নিচে থাকে পানি
পানির নিচে জল থাকে আর কিছু ব্যথিত কাহিনি
আর থাকে মৃত এক নদী
নদীতে অনেক প্রত্ন-সম্পর্ক, কাদায় লুকানো গুতুম মাছ
অথবা লবণাক্ত যদি
নদীর দুই তীরে কাঁদে দুটি হৃদয়, কাঁপে অশ্রুর পাড়া
রাত্রিরা গাছ হয়ে হাঁটে- বুকেতে অতীতের ভার
মানুষের ইদানীং খুব ফিরে যাবার তাড়া
মন্তব্য করুন