এই অতিমারি কালে
বহুদিন কারও হাত না ছুঁয়ে ছুঁয়ে
আমার আঙুলগুলো বিকল পিয়ানো হয়ে গেছে!
দূরত্ব বজায় রাখা
সান্ধ্য রেস্তোরাঁয়
আমি পাশাপাশি বসে থাকতে ভুলে গেছি!
মুখোমুখি বসে
কারও দিকে চেয়ে থাকতে ভুলে গেছি!
এই অতিমারি কালে
আমি চুমো খাওয়া ভুলে গেছি!
আমার ঠোঁট দুটো বিবশ হারমোনিয়াম হয়ে গেছে!
গোধূলির লালাভ আলোতে
আমার প্রেমের চিঠিগুলো
ধূলিচেরা সারগাম হয়ে শুধু বাজে!
অঝোর বৃষ্টিতে
এই অতিমারি শ্রাবণধারায়
আমি রুপালি দস্তানা পরে ভিজছি-
বৃষ্টির আলতো ছাঁটে
আমি শিউরে উঠছি!
বৃষ্টি নয় আমি মেতে উঠছি
জল সংক্রমণে-
বৃষ্টি ও তোমার স্পর্শ আমি আর চিনতে পারছি না!
রক্ত, রোদন ও হাহাকারে
এই অতিমারি কালে
ছাতিম ও চালতা ফুলের গান
আমি ভুলে গেছি!
আমার জানালাজুড়ে শুধু লোবানের ঘ্রাণ-
ছায়া ও মৃত্যু ঘিরে
ছেয়ে থাকে শুধু প্রেমাস্পদের প্রাণ!
বহুদিন কারও হাত না ছুঁয়ে ছুঁয়ে
আমার আঙুলগুলো বিকল পিয়ানো হয়ে গেছে!
দূরত্ব বজায় রাখা
সান্ধ্য রেস্তোরাঁয়
আমি পাশাপাশি বসে থাকতে ভুলে গেছি!
মুখোমুখি বসে
কারও দিকে চেয়ে থাকতে ভুলে গেছি!
এই অতিমারি কালে
আমি চুমো খাওয়া ভুলে গেছি!
আমার ঠোঁট দুটো বিবশ হারমোনিয়াম হয়ে গেছে!
গোধূলির লালাভ আলোতে
আমার প্রেমের চিঠিগুলো
ধূলিচেরা সারগাম হয়ে শুধু বাজে!
অঝোর বৃষ্টিতে
এই অতিমারি শ্রাবণধারায়
আমি রুপালি দস্তানা পরে ভিজছি-
বৃষ্টির আলতো ছাঁটে
আমি শিউরে উঠছি!
বৃষ্টি নয় আমি মেতে উঠছি
জল সংক্রমণে-
বৃষ্টি ও তোমার স্পর্শ আমি আর চিনতে পারছি না!
রক্ত, রোদন ও হাহাকারে
এই অতিমারি কালে
ছাতিম ও চালতা ফুলের গান
আমি ভুলে গেছি!
আমার জানালাজুড়ে শুধু লোবানের ঘ্রাণ-
ছায়া ও মৃত্যু ঘিরে
ছেয়ে থাকে শুধু প্রেমাস্পদের প্রাণ!
মন্তব্য করুন