পাইনউড নিয়ে কিছু সুর উঠে আসতে চাইছে
আমার আহত ম্যান্ডোলিনে
যখন শীতরাত্তির এসে আমার পানপাত্র ভরে
দিচ্ছে বিষণ্ণ বরফে
সেই রাতের সব তুমি মুছে ফেলেছ সেলফোন থেকে
ভালোই করেছ,
বাস্তব ছবি সব সময় স্বপ্নে আঁকা দৃশ্যগুলো ছেঁটে ফেলে
তাই মধ্যরাত অবধি পাইনউডে
আমাদের পানপাত্রে মুহুর্মুহু ভরে যেতে থাকা
শিশির ও বরফ
স্কচ ও লালআঙুর
সুখ ও আনন্দ
সব স ব কি ছু র প্রতিটি কণা
আমার চিরমুখস্থ
আসামকে আমি বলি অসাম
মেঘালয়কে তুমি বলো মেঘরাজ্য
আর পাইনউড হলো পৃথিবীর মহাকাশ থেকে
লং ডিসট্যান্সে একচিলতে স্বর্গ
আর আমি স্বর্গচ্যুত ডানাভাঙা পাখি
আমি কি জানতাম এ স্বর্গই হবে একদিন
আমার নরকে প্রবেশের প্রথম দরোজা
সে রাতের মতো সারিবদ্ধ গাছের মাঝখান দিয়ে
ঢালু পথে হাঁটব আমরা চুম্বনলগ্ন হয়ে
আর অন্ধকার রাত বিদীর্ণ হবে বিদগ্ধ বিদ্যুতে
একসঙ্গে জ্বলে উঠবে সবকটি নক্ষত্র
বৃষ্টিবিপন্ন শীতার্ত দুপুরে ফায়ারপ্লেস নিভিয়ে
তুমি আমার বুকে, আসল উত্তাপ-ওমে ...
শরীরে শরীর ঘষে যারা প্রেমের উপশম খোঁজে
যারা নেভাতে চায় অলৌকিক অজগরের বিষ
আমি কখনোই তাদের দলে ছিলাম না
ভালোবেসে আমি বারবার সর্বহারা বারবার নিহত
পাইনউডে ফিরেছে সেই রাত আরও একবার
পানকক্ষের টেবিলে পানীয়ের কক্ষপথে
আমি এক বুভুক্ষু তৃষ্ণার্ত
কক্ষটি রুদ্ধ হলেই আমি বেরিয়ে পড়ব
কাঁটা বিছানো ওই ঢালু পথটিতে
তুমি বিনাই তখন আমি তোমার চুম্বনলগ্ন
আর উড়ে যাব পাইন গাছের সারি ভেদ করে
খুঁড়ে রাখা কবরের দিকে
এক ঝটকায় তোমাকে প্রিয় পাইনউডে রেখে
আমি শুয়ে পড়ব সেই সমাধিতে
একেলা সমাধি রহস্যময় এক অন্ধকূপ
যেখানে ভালোবাসার সব যন্ত্রণার অবসান
কিংবা প্রেমের প্রবহমান শান্তিসরোবরে চির সন্তরণ!
বিদায় পাইনউড ...
আমার আহত ম্যান্ডোলিনে
যখন শীতরাত্তির এসে আমার পানপাত্র ভরে
দিচ্ছে বিষণ্ণ বরফে
সেই রাতের সব তুমি মুছে ফেলেছ সেলফোন থেকে
ভালোই করেছ,
বাস্তব ছবি সব সময় স্বপ্নে আঁকা দৃশ্যগুলো ছেঁটে ফেলে
তাই মধ্যরাত অবধি পাইনউডে
আমাদের পানপাত্রে মুহুর্মুহু ভরে যেতে থাকা
শিশির ও বরফ
স্কচ ও লালআঙুর
সুখ ও আনন্দ
সব স ব কি ছু র প্রতিটি কণা
আমার চিরমুখস্থ
আসামকে আমি বলি অসাম
মেঘালয়কে তুমি বলো মেঘরাজ্য
আর পাইনউড হলো পৃথিবীর মহাকাশ থেকে
লং ডিসট্যান্সে একচিলতে স্বর্গ
আর আমি স্বর্গচ্যুত ডানাভাঙা পাখি
আমি কি জানতাম এ স্বর্গই হবে একদিন
আমার নরকে প্রবেশের প্রথম দরোজা
সে রাতের মতো সারিবদ্ধ গাছের মাঝখান দিয়ে
ঢালু পথে হাঁটব আমরা চুম্বনলগ্ন হয়ে
আর অন্ধকার রাত বিদীর্ণ হবে বিদগ্ধ বিদ্যুতে
একসঙ্গে জ্বলে উঠবে সবকটি নক্ষত্র
বৃষ্টিবিপন্ন শীতার্ত দুপুরে ফায়ারপ্লেস নিভিয়ে
তুমি আমার বুকে, আসল উত্তাপ-ওমে ...
শরীরে শরীর ঘষে যারা প্রেমের উপশম খোঁজে
যারা নেভাতে চায় অলৌকিক অজগরের বিষ
আমি কখনোই তাদের দলে ছিলাম না
ভালোবেসে আমি বারবার সর্বহারা বারবার নিহত
পাইনউডে ফিরেছে সেই রাত আরও একবার
পানকক্ষের টেবিলে পানীয়ের কক্ষপথে
আমি এক বুভুক্ষু তৃষ্ণার্ত
কক্ষটি রুদ্ধ হলেই আমি বেরিয়ে পড়ব
কাঁটা বিছানো ওই ঢালু পথটিতে
তুমি বিনাই তখন আমি তোমার চুম্বনলগ্ন
আর উড়ে যাব পাইন গাছের সারি ভেদ করে
খুঁড়ে রাখা কবরের দিকে
এক ঝটকায় তোমাকে প্রিয় পাইনউডে রেখে
আমি শুয়ে পড়ব সেই সমাধিতে
একেলা সমাধি রহস্যময় এক অন্ধকূপ
যেখানে ভালোবাসার সব যন্ত্রণার অবসান
কিংবা প্রেমের প্রবহমান শান্তিসরোবরে চির সন্তরণ!
বিদায় পাইনউড ...
মন্তব্য করুন