একশটা শার্ট উল্টে দেখে পাল্টে দেখে।
একটাও তার ভাল্লাগে না। একটা রেখে
আরেকটা নেয়। লাল কমলা সবুজ কালো-
কোনটা নেবে, কোনটা ভালো?
'নীল তোমাকে মানাচ্ছে খুব' ইচ্ছে করে
এগিয়ে বলি। হয় না বলা। স্থানু পা।
আমি কেবল তাকিয়ে থাকি, তাকিয়ে থাকি।
ঘড়ির কাঁটা থমকে আছে। এগুচ্ছে না।
মন্তব্য করুন