খুব বেশি চেয়ে ফেলতে পারি এই ভেবে কিছুই চাই না

তোমাকে তোমার থেকে খুলে নেব, এমন কঠিন আমি নই
শুধু মনে মনে বলি- আমার চোখের আভা
শুধু তোমাকেই স্বপ্টম্ন দিক, কাম দিক, ঘুম দিক

ভাবি, আমি যেন সাঙ্গুনদী
আমার সকল জল শুধু তুমি পান করো, কণ্ঠাবধি
কাউকে দিয়ো না।

সামান্যই চাওয়া, তাও ভয় হয়
বলে ফেলি- আমার দীনতা তোমাকে মুক্তি দিক

ভেতরের কম্পন ভুলে চোখ বুজি
আর বলি- শান্তি, শান্তি...

বিষয় : প্রেমের পদ্য

মন্তব্য করুন