মূঢ় প্রেমিকার মতো বারবার
কাছে পেয়েছ বলে
তোমার অভ্যাস গড়েনি
ফিরিয়ে আনার।

যে তারা খসে পড়ে আকাশ থেকে
মাটিতে তার অন্য টান,
অন্য জন্মের হাতছানি।
যে আসে আসুক, আমি কখনও
ফিরে যাবো বলে ভালোবাসিনি।

বিষয় : প্রেমের পদ্য

মন্তব্য করুন