অন্তরে যেন ঘৃণার আনাগোনা বন্ধ করতে পারি
সেজন্য ভালোবাসা বন্ধ করে দিই;
ঘৃণাহীন, ভালোবাসাহীন নিশ্চুপ সন্ধ্যায়,
সবার অগোচরে পা রাখি পবিত্র চিহ্নে-
যেন কেউ দেখবে না, কেউ জানবে না আমার এ অধর্মের কথা।
নোংরা সেই মুখটা কাউকে দেখাতে চাই না,
তবে আমি চেয়ে থাকি মানুষের দিকে-
শতশত মুখ পেরিয়ে যখন মুখেরও অতীত আমার সময়;
সমস্ত কিছু ব্লার হয়ে গেলে পরে,
মধ্যরাতে তোমার শরীরে পুঁতে দিতে যাই
আমার পাথুরে কনফেশন।
যেন তুমিও জানবে না
কোন পাপে আজও আমার সব অস্পষ্ট হয়ে গেল,
কোনো দৃষ্টি বিনিময় না, কোনো বাক্যও না
-শর্তহীন তুমি গ্রহণ করে নিচ্ছ আবার
আত্মআসক্তির ছোবলে ছিন্নভিন্ন হাতগুলো
সেজন্য ভালোবাসা বন্ধ করে দিই;
ঘৃণাহীন, ভালোবাসাহীন নিশ্চুপ সন্ধ্যায়,
সবার অগোচরে পা রাখি পবিত্র চিহ্নে-
যেন কেউ দেখবে না, কেউ জানবে না আমার এ অধর্মের কথা।
নোংরা সেই মুখটা কাউকে দেখাতে চাই না,
তবে আমি চেয়ে থাকি মানুষের দিকে-
শতশত মুখ পেরিয়ে যখন মুখেরও অতীত আমার সময়;
সমস্ত কিছু ব্লার হয়ে গেলে পরে,
মধ্যরাতে তোমার শরীরে পুঁতে দিতে যাই
আমার পাথুরে কনফেশন।
যেন তুমিও জানবে না
কোন পাপে আজও আমার সব অস্পষ্ট হয়ে গেল,
কোনো দৃষ্টি বিনিময় না, কোনো বাক্যও না
-শর্তহীন তুমি গ্রহণ করে নিচ্ছ আবার
আত্মআসক্তির ছোবলে ছিন্নভিন্ন হাতগুলো
মন্তব্য করুন