মানব তোমার,
বুকে পোরা উদ্ভিজ্জ ঘ্রাণ,
কবে দেখাবে বৃক্ষরাজি,
সঘন বন?
নিশ্চিত হারিয়ে যাবো গভীরে
ফেরার পথ নেবো না খুঁজে!
মানব তোমার,
চোখভরা মহুয়ার নির্যাস
চুম্বন-চুম্বকে নেবো টেনে,
বুনো অরণ্যে মাতাল হবো
হোক গোলাকার, তবু যাবো
পৃথিবীর প্রান্তিক প্রান্তে!
মানব তোমার,
বুকে পেয়েছি গহিনতম বন
কবে নেবে যুগল-শিকারে
মরণের প্রেমে?

বিষয় : প্রেমের পদ্য

মন্তব্য করুন