আমারে গাইছো তুমি বিনিদ্র সানাই ...

আহা
কী করে যে পাই
দেহ ভরা সুর তুমি
তোমার সুরের পন্থে নিজেরে লুটাই ...
এই সুর রাঙা ধূলি
এই সুর রঙিলা চরণ
পাইমু গো পাইমু গো তারে
সুরের আবির নিতি গায়েতে মাখাই ...

এই সুর দেখি আমি নয়ন মুদিয়া
নিতি কাঁদি নিতি হাসি তোমারে খুঁজিয়া ...

বিষয় : প্রেমের পদ্য

মন্তব্য করুন