তোমার রঙে রং মেশানোর নেশা
তাই তো রঙের সঙ্গে মেলামেশা
বহুদিনের। রসজ্ঞ বার্ণিক
নানা রঙে রঙিন করে দিক
তোমার মনের রংধনুটা আজ
তোমার মনের মিহি কুচকাওয়াজ।
তোমার চুলের অমাবস্যার মাঝে
একটি কিরণ মিশিয়ে দেবার কাজে,
রংধনুতে যোগ করতে একটি নতুন রং
সারাটাদিন মগ্ন না-হয় ছিলামই বরং।
এরই ফাঁকে কোত্থেকে এক ছোট্ট কালো তিল
নিজ খেয়ালে আপনমনে আনন্দে ঝিলমিল
উড়তে উড়তে ঘুরতে ঘুরতে শেষে
বসল তোমার চোখের কোলে এসে।
কিসের কর্ম, কিসের গৃহস্থালি
সবকিছুতে দিয়ে তিলাঞ্জলি
ডুবব এবার চোখের সরোবরে
ভুগব কদিন তুমুল ভালুকজ্বরে।
তাই তো রঙের সঙ্গে মেলামেশা
বহুদিনের। রসজ্ঞ বার্ণিক
নানা রঙে রঙিন করে দিক
তোমার মনের রংধনুটা আজ
তোমার মনের মিহি কুচকাওয়াজ।
তোমার চুলের অমাবস্যার মাঝে
একটি কিরণ মিশিয়ে দেবার কাজে,
রংধনুতে যোগ করতে একটি নতুন রং
সারাটাদিন মগ্ন না-হয় ছিলামই বরং।
এরই ফাঁকে কোত্থেকে এক ছোট্ট কালো তিল
নিজ খেয়ালে আপনমনে আনন্দে ঝিলমিল
উড়তে উড়তে ঘুরতে ঘুরতে শেষে
বসল তোমার চোখের কোলে এসে।
কিসের কর্ম, কিসের গৃহস্থালি
সবকিছুতে দিয়ে তিলাঞ্জলি
ডুবব এবার চোখের সরোবরে
ভুগব কদিন তুমুল ভালুকজ্বরে।
বিষয় : প্রেমের পদ্য
মন্তব্য করুন