- কালের খেয়া
- মুক্তি সংগ্রামে প্রেরণা জুগিয়েছে রবীন্দ্র সাহিত্য ও সংগীত: খালিদ মাহমুদ
মুক্তি সংগ্রামে প্রেরণা জুগিয়েছে রবীন্দ্র সাহিত্য ও সংগীত: খালিদ মাহমুদ

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলার মুক্তি সংগ্রামে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সংগীত প্রেরণা জুগিয়েছে। রোববার সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে তিন দিনব্যাপী রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিশ্বকবির আদর্শে সর্বময় শান্তি প্রতিষ্ঠায় যখন দেশ এগিয়ে যাচ্ছিল, তখন ১৯৭৫-এর ১৫ আগস্ট সপরিবার জাতির পিতাকে হত্যা করা হয়। এরপর সেনাশাসক জিয়া-এরশাদসহ স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে রবীন্দ্রনাথ ঠাকুরের রেখে যাওয়া সাহিত্যকর্ম, দর্শন, দমিয়ে রাখে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদের সভাপতিত্বে এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা। বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামীম খান, পুলিশ সুপার হাসিবুল আলম, সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান প্রমুখ।
আলোচনা সভার আগে অতিথিরা আলোক প্রজ্বালন করে তিন দিনব্যাপী রবীন্দ্র জন্মবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উদ্বোধনী সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা।
মন্তব্য করুন