ভালোবাসা, তোমারই নাম করে
প্রতিদিন আমার বারান্দায়
কে জানি উঁকি মেরে যায়
একটা জীবন ধরে;
আমি এখন নিচু হয়ে
বসে আছি মাচার জানলায়
সাতক্ষীরার ঘেরে;
চিংড়িগুলি বড় হতে চায়
কেউ তাকে নিয়ে না যায়
বেচে দেব, যদি ওঠে বেড়ে;
ভালোবাসা, তোমারই নাম করে
প্রতিদিন আমার বারান্দায়
কে জানি উঁকি মেরে যায়
একটা জীবন ধরে;
আমি এখন নিচু হয়ে
বসে আছি মাচার জানলায়
সাতক্ষীরার ঘেরে;
চিংড়িগুলি বড় হতে চায়
কেউ তাকে নিয়ে না যায়
বেচে দেব, যদি ওঠে বেড়ে;
ভালোবাসা, তোমারই নাম করে
বিষয় : পদাবলি
মন্তব্য করুন