ব্ল্যাকস্পট রোগে আক্রান্ত হয়ে
একটি গোলাপ চারা মারা গেলে
মনটা বিষণ্ণ হলো।
এখন দুপুর। ডায়েরি হারিয়ে শোকে
মাছরাঙা
উড়ে যাচ্ছে ডাল থেকে ডালে।
এবং দেয়ালজুড়ে
ঘন ছত্রাক-শ্যাওলা, পরজীবী লতাগুল্ম
ক্রমে ঊর্ধ্বমুখী।
দূরে,
নিরক্ষরেখার কাছে একটি করবীগাছ-
আর মেথশিরীষের পুরোনো আখ্যান
বৃষ্টিতে ভিজছে সারাদিন।
আমার বিষাদগুলো
ভোরের হাঁসের মতো
হেঁটে যাচ্ছে বিন্দু থেকে বৃত্তের উদ্দেশে ...
একটি গোলাপ চারা মারা গেলে
মনটা বিষণ্ণ হলো।
এখন দুপুর। ডায়েরি হারিয়ে শোকে
মাছরাঙা
উড়ে যাচ্ছে ডাল থেকে ডালে।
এবং দেয়ালজুড়ে
ঘন ছত্রাক-শ্যাওলা, পরজীবী লতাগুল্ম
ক্রমে ঊর্ধ্বমুখী।
দূরে,
নিরক্ষরেখার কাছে একটি করবীগাছ-
আর মেথশিরীষের পুরোনো আখ্যান
বৃষ্টিতে ভিজছে সারাদিন।
আমার বিষাদগুলো
ভোরের হাঁসের মতো
হেঁটে যাচ্ছে বিন্দু থেকে বৃত্তের উদ্দেশে ...
বিষয় : পদাবলি
মন্তব্য করুন