কে তাঁকে হত্যা করেছে? যে তাঁকে মেরেছে
সে তো নিজেই নিজেকে খুন করল
মানুষ হিসেবে কি তার জন্ম হয়নি?
তাহলে সে তো মানবতাকেই খুন করল
কাপুরুষ!
আমি জানি, এখন যা লিখছি তা কবিতা হবে না
হবে অগ্নিস্টম্ফুলিঙ্গ
স্টম্ফুলিঙ্গ কি কবিতা?
কোনো কোনো সময় আসে যখন কবিতাকে
অকবিতা করে তুলতে হয়
তাঁর হাতে ছিল একটা নোটবই আর মাইক্রোফোন
নোটবই ও মাইক্রোফোন তো আগ্নেয়াস্ত্র নয়
কারও দিকে সে নোটবই তাক করেনি
মাইক্রোফোন দিয়ে কাউকে আঘাত করেনি
তবু কী ভয়, কী কাপুরুষতা
গুলি চালাল তার মুখে, সেই মুখ
হাজার হাজার ফিলিস্তিনি যে-মুখ থেকে
শুনে এসেছে তাদের নিজেদের কথা
দেখে এসেছে তাদের ওপর চালানো বর্বরতার ছবি
বিশ্ববাসীও কি শোনেনি এসব, দেখেনি?
তাতেই কি ভয়? ভয় থেকেই কাপুরুষ ইসরায়েলি সেনা
তাকে খুন করল
আকলেই তো শেষাবধি জিতে গেল
ভীতু ইসরায়েল
কাপুরুষ ইসরায়েল
সাহসী শিরিন আবু আকলে, অন্তিম অভিবাদন তোমাকে
সে তো নিজেই নিজেকে খুন করল
মানুষ হিসেবে কি তার জন্ম হয়নি?
তাহলে সে তো মানবতাকেই খুন করল
কাপুরুষ!
আমি জানি, এখন যা লিখছি তা কবিতা হবে না
হবে অগ্নিস্টম্ফুলিঙ্গ
স্টম্ফুলিঙ্গ কি কবিতা?
কোনো কোনো সময় আসে যখন কবিতাকে
অকবিতা করে তুলতে হয়
তাঁর হাতে ছিল একটা নোটবই আর মাইক্রোফোন
নোটবই ও মাইক্রোফোন তো আগ্নেয়াস্ত্র নয়
কারও দিকে সে নোটবই তাক করেনি
মাইক্রোফোন দিয়ে কাউকে আঘাত করেনি
তবু কী ভয়, কী কাপুরুষতা
গুলি চালাল তার মুখে, সেই মুখ
হাজার হাজার ফিলিস্তিনি যে-মুখ থেকে
শুনে এসেছে তাদের নিজেদের কথা
দেখে এসেছে তাদের ওপর চালানো বর্বরতার ছবি
বিশ্ববাসীও কি শোনেনি এসব, দেখেনি?
তাতেই কি ভয়? ভয় থেকেই কাপুরুষ ইসরায়েলি সেনা
তাকে খুন করল
আকলেই তো শেষাবধি জিতে গেল
ভীতু ইসরায়েল
কাপুরুষ ইসরায়েল
সাহসী শিরিন আবু আকলে, অন্তিম অভিবাদন তোমাকে
বিষয় : পদাবলি
মন্তব্য করুন