- কালের খেয়া
- জন্মসনদ জালিয়াতি, বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারে ইকুয়েডর
জন্মসনদ জালিয়াতি, বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারে ইকুয়েডর
-samakal-62a1be7e7ebd3.jpg)
নভেম্বরে কাতারে বসছে বিশ্বকাপ ফুটবলের আসর। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শেষ হয়েছে আগেই। এই মহাদেশ থেকে চতুর্থ দল হিসেবে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইকুয়েডর। তবে বিশ্বকাপে ইকুয়েডরের খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
'অযোগ্য' খেলোয়াড় মাঠে নামানোর অভিযোগ উঠেছে ইকুয়েডরের বিপক্ষে। গেল মাসে ফিফার কাছে এই অভিযোগটি করেছে চিলি ফুটবল ফেডারেশন। বাছাইপর্বে খেলা ইকুয়েডরের রাইটব্যাক বায়রন কাস্তিলোকে নিয়ে এই অভিযোগ।
চিলির দাবি অনুযায়ী, কাস্তিলো ১৯৯৫ সালে কলম্বিয়ার টুমাকোতে জন্মগ্রহণ করেছেন। তবে ইকুয়েডর তাদের নথিতে উল্লেখ করেছে তার জন্ম ১৯৯৮ সালে ইকুয়েডরের শহর প্লায়াসে। চিলির এমন অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল ইকুয়েডর ফুটবল ফেডারেশন। তবে ফিফা বসে থাকেনি। ফিফা তদন্ত করছে। কাল এ নিয়ে সিদ্ধান্ত জানানোর কথা ফিফার। চিলির পক্ষে আইনজীবী হিসেবে কাজ করছেন ব্রাজিলীয় আইনজীবী এদুয়ার্দো কারলেজ্জো।
চিলির অভিযোগ প্রমাণিত হলে, ইকুয়েডরের হয়ে কাস্তিলো বাছাইপর্বে যে ৮ ম্যাচ খেলেছেন, তার সবগুলোতেই পয়েন্ট কাটতে পারে ফিফা। কাস্তিলোর খেলা ৮ ম্যাচে ইকুয়েডর পেয়েছে ১৪ পয়েন্ট। এই পয়েন্টগুলো হারালে কাতার বিশ্বকাপে খেলা হবে না দেশটির। সেক্ষেত্রে কাতার বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়ে যেতে পারে চিলি।
মন্তব্য করুন