- কালের খেয়া
- ঢাকা-ময়মনসিংহের পথে রেল যোগাযোগ চালু
ঢাকা-ময়মনসিংহের পথে রেল যোগাযোগ চালু

ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি সরিয়ে নেওয়ার পর বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ ফের সচল হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম সমকালকে এ তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে শতাধিক যাত্রী আটকা পড়েন। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।
মন্তব্য করুন