- কালের খেয়া
- তিন লেখককে সম্মাননা সমকাল সুহৃদের
তিন লেখককে সম্মাননা সমকাল সুহৃদের

‘আমরা আনন্দিত’ শিরোনামের মিলনমেলা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার একশ বছর পূর্তিতে বাংলা একাডেমি থেকে প্রকাশিত ‘বিদ্রোহী শতবর্ষ শতদৃষ্টি’ গ্রন্থের তিন লেখককে সম্মাননা জানিয়েছে সমকাল সুহৃদ সমাবেশ। তারা হলেন- ফরিদপুরের মেহেদী হাসান শোয়েব, এইচ এম মেহেদী ও শিপ্রা গোস্বামী।
আজ মঙ্গলবার সন্ধ্যায় শহরের আলীপুরে সমকাল ফরিদপুর কার্যালয় মিলনায়তনে এক আনন্দঘন অনুষ্ঠানে হাজির হন লেখক এইচ এম মেহেদী ও শিপ্রা গোস্বামী।
‘আমরা আনন্দিত’ শিরোনামের এই মিলনমেলার পুরোধা ব্যক্তি ছিলেন ফরিদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আলতাফ হোসেন। সেখানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৃধা রেজাউল। বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভানেত্রী প্রফেসর শিপ্রা রায়। সভাপতিত্ব করেন সমকাল সুহৃদ ফরিদপুরের সভাপতি সৌমিত্র মজুমদার পলাশ।
সুহৃদের সাধারণ সম্পাদক কাজী সবুজের উপস্থাপনায় সেখানে বিদ্রোহী কবিতাসহ নজরুলের আলোচিত কিছু কবিতা আবৃত্তি করেন আবুল বাতিন ও শাহানা জলি। বিদ্রোহী কবিতাকে গানের ছন্দে উপস্থাপন করেন সুহৃদ সদস্য সোহান।
মন্তব্য করুন