- কালের খেয়া
- ১১৯৯ টাকায় পদ্মা সেতু ভ্রমণ
১১৯৯ টাকায় পদ্মা সেতু ভ্রমণ

ছবি: সংগৃহীত
মানুষকে পদ্মা সেতু দেখাতে এবার বিশেষ ভ্রমণ প্যাকেজ চালু করেছে পর্যটন করপোরেশন। শুক্রবার প্রথম দিনে ৭০ জন করপোরেশনের বাসে স্বপ্নের সেতু দেখে এসেছেন। ঢাকায় পর্যটন ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্যাকেজ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
এই প্যাকেজের আওতায় সপ্তাহে প্রতি শুক্র ও শনিবার ঢাকা থেকে বিকেল সাড়ে ৩টায় ছেড়ে যাবে পর্যটন করপোরেশনের এসি বাস। রাত সাড়ে ৯টায় ঢাকায় ফিরবে গাড়িটি। ২ হাজার টাকার প্যাকেজটি ৪০ শতাংশ ছাড় দিয়ে ১ হাজার ১৯৯ টাকা করা হয়েছে। প্রথম দিনে প্যাকেজটির মূল্য ছিল ৯৯৯ টাকা।
শুক্রবার প্যাকেজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আলী কদর, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহির মো. জাবের প্রমুখ।
মন্তব্য করুন